| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ছাত্রসমাজের


নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ছাত্রসমাজের


রহমত নিউজ     20 February, 2024     06:54 PM    


নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে দলটির কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী ও মহাসচিব বি এম আমীর জিহাদী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন প্রবীণ শিক্ষক ক্লাসে হাদীস বলার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে মর্মে একটি সংবাদ আমাদের গোচরীভূত হওয়ায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে এই সম্মানিত শিক্ষককে স্বপদে বহাল করার জোর দাবি জানাচ্ছি। 

নেতৃদ্বয় আরও বলেন, বিরানব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীর এই দেশে এ ধরনের ঘটনা খুবই বাজে ইঙ্গিত বহন করে।  নর্থ সাউথ ইউনিভার্সিটির কতৃপক্ষের এমন দুঃসাহস বরদাশত করা যায় না। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদী অবস্থান আমাদের চোখে পড়েছে। ঘটনা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে নেতৃদ্বয় আহবান জানান।